Notifikasi
  • যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত !
     যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত !আবু উমামা (র.) হতে বর্ণিত। রাসূল ﷺ  বলেছেন,‎مَنْ قَرَأَ آيَةَ اَلْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ اَلْجَنَّةِ إِلَّا اَلْمَوْتُযে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করবে মৃত্য ছাড়া জান্নাতে যেতে তার আর কোন বাঁধা নেই।[নাসাঈ, ইবনে হিব্বান, সিলসিলা সহীহা, হা/৭৭২].উক্ত হাদীসের ব্যাখ্যায় আল্লাম মুনাবী ফায়জুল কাদীর গ্রন্থে লিখেন,‎لم يبق من شرائط دخوله الجنة إلا الموت، وكأن الموت يمنعه. اهـমৃত্যু…
  • কালামীরা হয়রান-দিশেহারা হয়ে থাকে, ইমামুল হারামাইন আশ'আরী আলেম
     কালামীরা হয়রান-দিশেহারা হয়ে থাকে, ইমামুল হারামাইন আশ'আরী আলেম আবুল মা'আলী আল-জুওয়াইনী ও তার ছাত্র আবু জাফর আল-হামাদানীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি পড়ুন: ▌একবার আশ'আরী আলেম আবুল মা'আলী আল-জুওয়াইনী মিম্বরের উপর উঠে বললেন, “আল্লাহ ছিলেন তখন 'আরশও ছিল না।"তখন আবু জাফর আল-হামাদানী বলেন, ওহে উস্তায, আমাদেরকে আরশের বর্ণনা ছেড়ে দিন, অর্থাৎ এটি তো কেবল কুরআন-সুন্নাহ’য় এসেছে, আমাদেরকে সে অত্যাবশ্যক বিষয়টির ব্যাপারে জানান যা আমরা আমাদের অন্তরে পাই, কারণ যখনই কোনো আল্লাহওয়ালা ব্যক্তি…
  • দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছেন ??
     দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছেন ?- ইমাম মুহাম্মাদ আল-বশির আল-ইবরাহীমি বলেছেন: وإن الإعراض عن الزواج فرار من أعظم مسؤولية في الحياة،      ❛❛ বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া জীবনের সবচেয়ে বড় দায়িত্ব থেকে পলায়ন করা। ❜❜آثـار الإمـام مـحـمـد الـبـشـيـر الإبـراهـيـمـي📚 ইমাম মুহাম্মাদ আল-বশীর আল-ইব্রাহীমি 3/296৷।।।। 
  • আসমা'ঈ رحمه الله বলেন, হাসান আল বাসরী رحمه الله বলেছেন:
     আসমা'ঈ رحمه الله বলেন, হাসান আল বাসরী رحمه الله বলেছেন:«كان أهل الجاهلية إذا خطب الرجل المرأة تقول: ما حسبه، وما حسبها؟ فلما جاء الإسلام، قالوا: ما دينه، وما دينها؟ وأنتم اليوم تقولون: ما ماله، وما مالها؟» জাহিলিয়াতের সময়ে যখন কেউ কোনো মেয়েকে প্রস্তাব দিত, তখন তারা বলত: "ছেলের বংশধারা কী? মেয়েটির বংশধারা কী?"তবে ইসলাম আসার পর, তারা বলতে শুরু করল: "ছেলের দ্বীন কী? মেয়েটির দ্বীন কী?"আর আজকাল তোমরা বলছো: "ছেলের টাকা-পয়সা কত? মেয়েটির টাকা-পয়সা কত?" بهجة المجالس |  (1/181)
  • পরিবারের সঙ্গে ঘরে নামাজ আদায়ের নিয়ম
     "পরিবারের সঙ্গে ঘরে নামাজ আদায়ের নিয়ম"▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ (১).যদি কেবল স্বামী ও স্ত্রী থাকেন: স্বামী ইমাম হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, আর স্ত্রী তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন।.(২).যদি স্বামী, ছেলে, মেয়ে এবং স্ত্রী থাকেন: ছেলে বাবার ডান পাশে দাঁড়াবে। মেয়ে এবং মা বাবার পিছনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন।.(৩) যদি স্বামী, মেয়ে ও স্ত্রী থাকেন: মেয়ে এবং মা পাশাপাশি দাঁড়িয়ে স্বামীর পিছনে নামাজ আদায় করবেন।.(৪).যদি স্বামী,স্ত্রী এবং তার তিন ছেলে থাকেন: স্বামী সামনে দাঁড়াবেন, তার তিন…
  • মৃত ব্যক্তির সম্পত্তি তার শরয়ি ওয়ারিশদের মধ্যে ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টন করা হবে।
     মৃত ব্যক্তির সম্পত্তি তার শরয়ি ওয়ারিশদের মধ্যে ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টন করা হবে।🔹 উত্তরাধিকারীগণ:✅ স্ত্রী – ১ জন✅ ছেলে – ৩ জন✅ মেয়ে – ১ জন📌 বণ্টন প্রক্রিয়া:1️⃣ স্ত্রী প্রথমেই ১/৮ (অষ্টমাংশ) পাবেন, কারণ মৃতের সন্তান রয়েছে।📌 নিয়ম: স্ত্রী সন্তান থাকলে ১/৮, সন্তান না থাকলে ১/৪ পায়।2️⃣ বাকি সম্পত্তি (৭/৮ অংশ) সন্তানদের মধ্যে বণ্টন করা হবে।📌 নিয়ম: ছেলে-মেয়ে বণ্টনের ক্ষেত্রে "এক ছেলে = দুই মেয়ে" হিসাবে ভাগ পাবে।🔹 চূড়ান্ত হিসাব:✔ মোট সম্পত্তি: ৮ ভাগ✔ স্ত্রী পাবেন: ১/৮ = ১ ভাগ✔…
  • আপনি যে রাতে ঘুমাতে পারেন এটিও আল্লাহর নিয়ামত, অথচ কত মানুষ ঘুমাতে পারে না,
     আপনি যে রাতে ঘুমাতে পারেন এটিও আল্লাহর নিয়ামত,অথচ কত মানুষ ঘুমাতে পারে না, আপনি যে হাটতে পারেন,এটিও আল্লাহর নিয়ামত,অথচ কত মানুষ হাটতে পারে না।আপনি যে নিশ্চিন্তে বাসায় থাকতে পারেন, এটিও আল্লাহর নিয়ামত, অথচ ফিলিস্তিনেই দেখুন!আপনি যে কথা বলতে পারেন, এটিও আল্লাহর নিয়ামত,অথচ কত মানুষ বোবা।আসলে আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছে যে আমরা শোকর আদায় করে শেষ করতে পারবো না। অথচ শুধু মাত্র আল্লাহ আমাদের টাকা পয়সা কম দেওয়ায় আমরা কত অভিযোগ করি। অন্তর থেকে আলহামদুলিল্লাহ টাও বলি না......!টাকা পয়সা হচ্ছে…
  • শাইখ আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ ইবনে বায রহিমাহুল্লাহ বলেন:
     শাইখ আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ ইবনে বায রহিমাহুল্লাহ বলেন:وكذا لو رغبت المراة في الرجل الصالح فتقول يا فلان احببتك في الله ولا مانع عندي ان تخطبني من ابي هذا لا باس به.অনুরূপভাবে, কোনো নারী যদি একজন ধার্মিক পুরুষকে কামনা করে, এবং বলে: "হে অমুক ! আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং তুমি যদি আমার বাবার কাছে বিয়ের জন্য আমার হাত চাও তাহলে আমার কোনো সমস্যা নেই।"এ ধরনের প্রস্তাব নিবেদনে ( কোনো নারী কর্তৃক কোনো পুরুষকে বিয়ের প্রস্তাব নিবেদনে ) কোনো সমস্যা নেই । — [ শারহু কিতাব আন নিকাহ…
  • ইমাম শুরায়হ আল-কাজী (রহিমাহুল্লাহ) বলেন:
     ইমাম শুরায়হ আল-কাজী (রহিমাহুল্লাহ) বলেন:❝আমার কাছে অবিশ্বাস্য লাগে, কিভাবে পুরুষরা তাদের স্ত্রীদের প্রহার করে! আমার হাত যাইনাবকে প্রহার করলে তা অবশ [প্যারালাইজড] হয়ে যাক।যাইনাব সূর্যের মতো উজ্জ্বল, অন্য নারীরা তারার মতো ম্লান। সূর্য উদয় হলে তারার আলো নিভে যায়, তেমনি যাইনাবের সামনে অন্য নারীরা ম্লান হয়ে যায়।❞🙂رأيت رجالا يضربون نساءهم فشلت يميني حين أضرب زينبا وزينب شمس والنساء كواكبإذا طلعت لم تبق منهن كوكبا[যাইনাব ইমাম রহিমাহুল্লাহ এর স্ত্রীর নাম... ]সানাদ:ত্ববাকাত আল-কুবরা:…
  • সফর অবস্থায় সালাত আদায় এবং গাড়ির মধ্যে তা আদায় করার পদ্ধতি
    সফর অবস্থায় সালাত আদায় এবং গাড়ির মধ্যে তা আদায় করার পদ্ধতিপ্রশ্ন: ক. গাড়িতে বসে কীভাবে সালাত আদায় করতে হয়?খ. সফর অবস্থায় নামাজের পদ্ধতি কী? গ. যদি ওজু না থাকে এবং গাড়ি থেকে নেমে ওজু করা সম্ভব না হয় বা তায়াম্মুম করারও সুযোগ না পাওয়া যায় তাহলে কীভাবে সালাত আদায় করব?ঘ. কিবালার দিকে ফিরে সালাত আদায় করা সম্ভব না হলে কিভাবে সালাত আদায় করব?উত্তর:🔹ক. গাড়িতে বসে সালাত আদায়ের পদ্ধতি:যদি সালাতের সময় শেষ হওয়ার পূর্বে গাড়ি থেকে নামার সুযোগ পাওয়া যায় তাহলে গাড়ি থেকে নেমেই সালাত আদায় করতে হবে।…
No results found for
Home